ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

সিরাজগঞ্জে কোয়ারেন্টাইনে আরও ১২  

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫১, ৭ এপ্রিল ২০২০ | আপডেট: ১২:৫৪, ৭ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে আরও ১২ জনকে হাসপাতালসহ হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। 

এর মধ্যে উল্লাপাড়া হাসপাতাল কোয়ারেন্টাইনে ১ জন। বাকিরা কাজিপুরে ৫, সিরাজগঞ্জ সদরে ৪ ও বেলকুচি উপজেলায় ২ জন স্ব স্ব বাড়িতে পৃথক স্থানে রয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৬০৪ জনকে বিশেষ ব্যবস্থায় আনা হলো।  

অন্যদিকে, গত একদিনে আরও ৫ জনকে সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলেন- তাড়াশে ১০, কামারখন্দে ২, বেলকুচিতে ২ ও রায়গঞ্জ উপজেলার একজন। এতে করে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করায় কোয়ারেন্টাইন মুক্ত হওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩। বর্তমানে আছেন ৬১ জন।

এদিকে, গতকাল সোমবার তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের এক পোশাক শ্রমিক করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,‘মৃত পোশাক শ্রমিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।’

 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি