ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

লকডাউন উপেক্ষা করে দৌলতদিয়ায় ঢাকা মুখি শতশত যাত্রী

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৬, ২৫ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

চলমান লকডাউন উপেক্ষা করে দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকা মুখি শতশত যাত্রী। এসময় যাত্রীরা সরকারের সামাজিক দূরত্বের নির্দেশনা অমান্য করে ফেরিতে উঠছেন। তবে মহাসড়কে গণপরিবহন না থাকায় অটো রিকশা ও টেম্পুতে দৌলতদিয়া ফেরি ঘাটে এসেছে।
 
আজ শনিবার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেয়া যায়, শতশত যাত্রী নদী পারাপার হচ্ছে। এসময় ঢাকা ফেরতও অনেক যাত্রী আসছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন সাংবাদিকদের জানান, ‘গত কয়েক দিনের চেয়ে আজ ফেরি ঘাটে অনেক যাত্রী দেখা যাচ্ছে। সকালের দিকে যাত্রীদের চাপ আরও বৃদ্ধি পায়।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি