ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

মোংলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৭, ২৬ এপ্রিল ২০২০

করোনায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া মোংলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সরকারের বিশেষ ওএমএস’র চাল বিতরণ শুরু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে পৌর শহরের টি.এ ফারুক স্কুল এন্ড কলেজ চত্বরে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ১০ টাকা দরে জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।

বিশেষ ওএমএস’র আওতায় রোববার প্রথম দিনই ১০ টাকা দামের চাল পেয়েছে ২৬০ জন। বিশেষ ওএমএস চালুর প্রথম দিনের চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারী খাদ্য গুদাম ইনচার্জ মো. মমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর জাহানারা চানু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম শিকদার ও সাধারণ সম্পাদক মো. কালাম।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতিতে কোন মানুষ যাতে না খেয়ে থাকে সেজন্য সরকারের বিশেষ ওএমএস’র আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। ওএমএস’র পাশাপাশি বিভিন্ন ত্রাণ সহায়তাও অব্যাহত থাকবে। সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে কেউ যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। 
কেআই/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি