ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

করোনা বিবেচনায় নওগাঁয় ১ম ১১ বন্দীর মুক্তি

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৫৭, ২ মে ২০২০ | আপডেট: ২২:৫৭, ২ মে ২০২০

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে কারাগারে আটক বন্দীদের মুক্তি প্রদানের প্রক্রিয়ায় ১ম ধাপে নওগাঁ জেলা কারাগার থেকে ১১ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। সরকারী সিদ্ধান্ত মোতাবেক শনিবার দুপুরে ওই সব বন্দীদের মুক্তি দেয়া হয়েছে।

জেলা কারাগারের জেলার মোঃ শাহ আলম জানান, ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সাজা ভোগ করেছেন এমন লঘু অপরাধে সরকার করোনা পরিস্থিতির কারনে সারাদেশের কারাগার থেকে লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত বন্দি এবং যাদের সাজার মেয়াদ বেশীর ভাগ ইতিমধ্যে খাটা হয়েছে তাদের মুক্তির বিষয়ে ০৩ টি ধাপে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সরকার। সরকারের এ সিদ্ধান্তের আলোকে নওগাঁ জেলা কারাগার হতে প্রথম ধাপে ১১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। 

এরা হলেন নওগাঁর বদলগাছীর উপজেলার আহাদ আলী, মোঃ সাইফুল ইসলাম, নয়ন হোসেন, জুয়েল হোসেন,মিজানুর রহমান,আসলাম হোসেন,মোঃ সেতু মিয়া,জাহিদুল ইসলাম,রুবেল হোসেন,ধামইরহার উপজেলার মোঃ মিলন ও সদর উপজেলার রোভেল হোসেন। 

সরকারের এই সিদ্ধান্তে পূর্ন সাজা ভোগের আগেই মুক্তি পাওয়ায় এসব বন্দিরা সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন।

আরকে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি