ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

রাজবাড়ীতে বাজার ও রাস্তায় বেড়েছে জনসমাগম

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০৬, ৬ মে ২০২০

সরকারী ভাবে ১০ মে থেকে সীমিত আকারে মার্কেট খোলার সিদ্ধান্ত আসার পর থেকেই রাজবাড়ীতে খুলতে শুরু করেছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে জেলা শহরের বড় বাজারসহ অলি গলিতে বেড়েছে জনসমাগম ও ব্যাটারী চালিত যানবাহনের চাপ। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ীর বড় বাজারসহ শহরের রাস্তায় এমন চিত্র দেখাগেছে।

এদিকে সামাজিক দুরত্ব না মেনেই সাধারন জনগণ, ব্যবসায়ী ও ক্রেতারা হাট বাজারসহ বিভিন্নস্থানে ঘুরাফেরা করছেন। আবার অনেকে কোন কারণ ছারাই বের হচ্ছেন। এতে করে  করোনা ভাইরাস সংক্রমনে ঝুকি বাড়ছে বলে ধারনা অনেকের। আজ পর্যন্ত রাজবাড়ীতে ১৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

অপরদিকে সামাজিক দুরত্ব নিশ্চিত ও জনসমাগম নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করলেও সচেতন হচ্ছেন না সাধারন মানুষ। তারা কারণে অকারণেবের হচ্ছেন বাড়ীর বাইরে।

উল্লেখ্য, ১১ এপ্রিল প্রথম রাজবাড়ীতে একসাথে ৫ জন করোনা রোগী সনাক্ত হয়। সেদিন থেকেই জেলা প্রশাসক রাজবাড়ী জেলা লকডাউন ঘোষনা করেন। আজ পর্যন্ত রাজবাড়ীতে ১৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি