ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বউ খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বিয়ের জন্য মেয়ে খুঁজতে শেষ পর্যন্ত বিজ্ঞাপনী বিলবোর্ড টাঙালেন ব্রিটেনের এক তরুণ। বার্মিংহাম এবং লন্ডনে এই বিলবোর্ড টাঙিয়ে দেওয়ার পর অসংখ্য তরুণীর সাড়া পেয়েছেন মুহাম্মদ মালিক নামের ওই তরুণ। 

অভিনব এই বিলবোর্ড টাঙিয়েছেন ব্রিটেনের বার্মিংহামের বাসিন্দা মুহাম্মদ মালিক। তিনি বিলবোর্ডে সম্ভাব্য জীবনসঙ্গীকে বার্তা দিয়েছেন- ‘পরিবারের পছন্দের বিয়ে থেকে আমাকে বাঁচান।’

মালিক বলেন, ‘তিনি পারিবারিক পছন্দের বিয়ের ধারণার বিরোধী নন। কিন্তু প্রথমে নিজে থেকে কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন তিনি।’

লন্ডন-ভিত্তিক এই ব্যাংক পরামর্শক বিয়ের জন্য মেয়ে খুঁজলেও এতদিন পাননি। পরে নিজের বিয়ের জন্য মেয়ে খুঁজে পেতে একটি ওয়েবসাইট চালু করেন তিনি।

শনিবার বার্মিংহাম এবং লন্ডনে এই ওয়েবসাইটের ঠিকানাযুক্ত বিলবোর্ড টাঙানোর পর শত শত মেয়ের কাছ থেকে বিয়ের প্রস্তাবের বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন মুহাম্মদ মালিক।

তিনি বলেন, আমি এখন পর্যন্ত এসব বার্তা দেখার সময় পাইনি। এ জন্য আমার কিছু সময় দরকার। 

আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এই বিলবোর্ড থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাংক পরামর্শক। বিয়ের জন্য বিজ্ঞাপনী বিলবোর্ড তৈরিতে পরিবারের সদস্য এবং তার বাবা-মায়েরও সমর্থন আছে বলে জানিয়েছেন মালিক। তবে তার মাকে এই বিষয়ে রাজি করাতে সামান্য বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মাকে একটু বোঝাতে হয়েছিল।’

সূত্র: বিবিসি

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি