ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ছবিটিতে রয়েছে অনেক প্রাণী, আপনি কয়টি দেখছেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ছবিটিতে যে ঠিক কতগুলো পশু লুকিয়ে রয়েছে তা খুঁজে বের করা সত্যিই মুশকিল। কিছু পশুকে আলাদা ভাবে বোঝা গেলেও, অনেক পশুই কিন্তু লুকিয়ে রয়েছে হাতির আড়ালে।

সাদা কালো ছবিটি যারাই দেখছেন, তাদের অধিকাংশেরই জবাব, তারা ৫ টি পশু দেখতে পেয়েছেন। 

শুরুতেই জানিয়ে রাখা ভালো, আপনার জবাবও যদি এটাই হয়, তাহলে উত্তরটি ভুল। এই জন্যই তো একে বলে ‘দৃষ্টিবিভ্রম’ বা অপটিক্যাল ইলিউশন। 

নেটমাধ্যমে এই ধরনের ছবি অজস্র রয়েছে। মাঝেমাঝেই সে সব ভাইরাল হয়। আর এই ধরণের ছবি আমাদের মস্তিষ্ককে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। এ ছবির ক্ষেত্রেও এমনটাই ঘটেছে।

এক নজরে দেখলে ছবিতে পাঁচটি প্রাণী দেখা যাচ্ছে। হাতি, গাধা, কুকুর, বিড়াল এবং ইঁদুর ছবিতে স্পষ্ট। কিন্তু আরও ১১টি প্রাণী লুকিয়ে রয়েছে এই ছবিতে। আপনি দেখতে পাচ্ছেন কি?

এখন পর্যন্ত নেটিজেনরা এই ছবিতে হাতি, কুকুর, ভোঁদড়, মাছ, মশা, গাধা, কুমির, সোর্ডফিশ, চিংড়ি, মুরগি, কচ্ছপ, ইঁদুর, সাপ, ডলফিন এবং একটি বিড়ালের হদিশ পেয়েছেন।

চেষ্টা করেও বের করতে পারছেন না? 

খুব খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন হাতির লেজের কাছে রয়েছে একটি সাপ। আর পায়ের কাছে উঁকি মারছে একটা মশা। 
বাকিগুলো? হাতির শুঁড়, কান, দাঁত, চোখ আর পা ভালো করে দেখলেই খুঁজে পাবেন উত্তর!

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি