ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

টিউশন ফি দিতে পারেননি ছাত্রী, বিয়ে করতে বাধ্য করলেন শিক্ষক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২০ জুলাই ২০২২

শিক্ষকের দায়িত্ব হল শিক্ষার্থীদের সমাজের উপযুক্ত করে তোলা। পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বদায়িত্ব থাকে শিক্ষকের উপরেই। ছাত্রছাত্রীরা যেন জীবনে সঠিক পথটি বাছাই করতে পারে সেই শিক্ষাই দিয়ে থাকেন এক জন শিক্ষক।

সম্প্রতি ভারতের এক জন শিক্ষক এমন কাণ্ড ঘটিয়েছেন, যা নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। একজন গরিব ছাত্রী শিক্ষকের টিউশন ফি দিতে না পারায় শিক্ষককে বিয়ে করে তাকে সেই মূল্য চোকাতে হল।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন শিক্ষক এবং ছাত্রী। ছাত্রীর মাথায় ভর্তি সিঁদুর। বুক ফুলিয়ে শিক্ষক জানাচ্ছেন তার কীর্তির কথা।

শিক্ষক জানাচ্ছেন, ‘‘ও আমার কাছেই পড়ত। আমি কোচিং ক্লাস চালাই। দীর্ঘ দিন ধরে ও টিউশন ফি দিতে পারছিল না। টিউশন ফি দিতে না পারার জন্য আমি ওকে বিয়ে করে নিয়েছি। এখন ও কেবল আমার ছাত্রী নয়, স্ত্রীও বটে।’’

তবে ভিডিওটি ভারতের কোন এলাকার ঘটনা তা জানা যায়নি। তবে এক জন শিক্ষকের মানসিকতা যদি সত্যিই এমন হয়, তা হলে তা সমাজের জন্য চিন্তার বিষয় বলেই মতপ্রকাশ করেছেন নেটাগরিকরা।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি