ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

স্বপ্ন পূরণ করবে গুডলাক স্টেশনারি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ৩ এপ্রিল ২০১৮

কোটি বাঙালির স্বপ্ন একসাথে করতে ‘গুডলাক বাংলাদেশ’ শিরোনামে একটি উদ্যোগ গ্রহন করেছে দেশের জনপ্রিয় স্টেশনারি পণ্যের ব্র্যান্ড গুডলাক স্টেশনারি। 

কর্মসূচির আওতায় গুডলাক স্টেশনারি একটি ডিজিটাল ভিডিও আর্কাইভ তৈরি করেছে যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের স্বপ্নগুলো তুলে ধরতে পারবেন। এ আর্কাইভে জমা হওয়া স্বপ্ন থেকে ১০টি স্বপ্ন পূরণ করবে গুডলাক স্টেশনারি। আর প্রতি ২৬টি স্বপ্ন জমার জন্য সুবিধাবঞ্চিত একজন শিক্ষার্থীকে এক বছরের গুডলাক ব্র্যান্ডের পড়ালেখার সামগ্রী দেয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও সাধারণ মানুষের এসব স্বপ্ন পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে।  

মঙ্গলবার রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে গুডলাক স্টেশনারি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আরএফএল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল জানান, অনেকে স্বপ্ন দেখেন ভেঙে পড়া স্কুল ঘরটি মেরামতের। সমাজসেবায় নিয়োজিত যুবক স্বপ্ন দেখেন নিজ গ্রামে দশটি গরিব ছেলেকে শিক্ষা বৃত্তির ব্যবস্থা করে দেয়ার। পথচারী স্বপ্ন দেখেন রাস্তায় আসা-যাওয়ার পথে যাত্রী ছাউনির। সাধারণ মানুষের এরকম হাজারো স্বপ্ন আছে যেগুলো তারা জানানোর সুযোগ পায় না। আমরা সেই স্বপ্নগুলো একটি প্লাটফর্মে আনার ব্যবস্থা করেছি।

তিনি আরও জানান, মানুষের এসব স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করবো। একই সাথে এসব স্বপ্ন আমরা সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবো যেন সরকার সে বিষয়ে আবগত হয় এবং মানুষের স্বপ্ন নিয়ে কাজ করে।    

গুডলাক স্টেশনারি’র হেড অব মার্কেটিং ফাহিম হোসেন জানান, যে কোন ব্যাক্তি তার নিজের দেখা স্বপ্নগুলো মোবাইল ফোনে ভিডিও করে ‘গুডলাক বাংলাদেশ ডট নেট’ আর্কাইভে জমা করতে পারবেন। কেউ গুডলাক স্টেশনারি’র ফেসবুক পেজে পাঠিয়ে দিলে আমরা সেটি আপলোড করে দিবো। গত ২৬ মার্চ এ কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিকভাবে আমরা এই কর্মসূচির সময়সীমা এক বছর নির্ধারণ করেছি।

সংবাদ সম্মেলনে আরএফএল স্টেশনারি’র নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, গুডলাক স্টেশনারি’র ব্র্যান্ড ম্যানেজার আহসানুজ্জামান খান ও প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়া ম্যানেজার নাজমুল হাসানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

আরকে//এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি