ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

অপো নিয়ে এলো চমকপ্রদ এফ১১ প্রো

প্রকাশিত : ১৬:১৮, ১৭ এপ্রিল ২০১৯ | আপডেট: ১০:৩৩, ১৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

অপো এফ১১ প্রো এবং এফ১১ উন্মোচনরে মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে নিজেদের এফ সিরিজের র্পোটফোলিও বিস্তৃত করলো  বশ্বিরে অন্যতম র্স্মাটফোন ব্র্যান্ড অপো।

বুধবার রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে এ স্মার্টফোনগুলো উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদশেরে ব্যবস্থাপনা পরচিালক ডামোন ইয়াং, রবি আজিয়াটা লিমিটেডের করপোরেট কমউনিকেশনের ভাইস প্রসেডিন্টে ইকরাম কবীর, ক্রিকেটার তাসকিন আহমদে ও অন্যান্যরা।

অনুষ্ঠানে অপো বাংলাদশের ব্যবস্থাপনা পরচিালক ডামোন ইয়াং বলনে, ‘অপো’তে আমাদরে লক্ষ্য  সব সময় গ্রাহকদরে জন্য সহজ ও উন্নত র্স্মাটফোন নিয়ে আসা। সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যে সর্ম্পূণ আলাদা ও আর্কষণীয় ডিজাইন নিয়ে আসার ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। (সংবাদ বিজ্ঞপ্তি)

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি