ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অসহায়দের জন্য অজয় দেবগণের ‘মিশন ধারাভি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৭, ২৮ মে ২০২০

Ekushey Television Ltd.

শাহরুখ সালমানসহ বহু বলিউড তারকা করোনা ভাইরাসের সঙ্কটে অভাবী মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সোনু সুদ শ্রমিকদের বাড়ি ফেরাতে সাহায্য করছেন। এবার অজয় দেবগণও এগিয়ে গেলেন ধারাভিকে সাহায্য করতে। এই মুহূর্তে মুম্বইয়ের করোনা সংক্রমণের কেন্দ্রে রয়েছে ধারাভি বস্তি এলাকা। অজয় দেবগণ টুইট করে জানিয়েছেন, তিনি ধারাভির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

অজয় দেবগণ টুইট করে লেখেন, ‘‘ধারাভি কোভিড-১৯ মহামারীর মূল কেন্দ্র হয়ে উঠেছে। এমসিজিএমের সহায়তায় অনেক লোক এবং স্বেচ্ছাসেবী সংস্থা এখানে কাজ করছে এবং অভাবী লোকদের রেশন এবং হাইজিন কিট সরবরাহ করছে। আমরাও এডিএফএফের মাধ্যমে ৭০০ পরিবারকে সহায়তা করছি। আপনাদের কাছেও অনুদানের জন্য আর্জি জানাচ্ছি।''

করোনা সংক্রমণে দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর মুম্বই। ধারাভিতেও ক্রমেই বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও বলিউড অভিনেতারা এগিয়ে এসেছেন সাহায্যের জন্য। এবার সেই তালিকায় নতুন নাম অজয় দেবগণ। জনপ্রিয় নায়কও এবার সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি