ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অক্ষয়-পুত্রের কান টানছেন প্রধানমন্ত্রী মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের একমাত্র ছেলে আরভ ভাটিয়ার কান ধরে টানছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। 

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা যায় অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ারকে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী স্নেহের পরশ দিয়েই অক্ষয়-পুত্রের কান টেনে দিচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে, আরভকে দেখা যায় আকাশি রঙের জামার সঙ্গে গাঢ় নীল রঙের ব্লেজারের সঙ্গে টুপি পরে রয়েছে। 

প্রধানমমন্ত্রীর পরনে রয়েছে খাদির কুর্তা। আরভের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবিটি তড়কা-বলিউড নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। সম্প্রতি ট্যুইঙ্কেল খান্না ভক্তদের জানান আরভ ভাল রান্না করতে শিখেছে। অক্ষয়-পত্নী আরভের তৈরি করা কেকের ছবিও শেয়ার করেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি