ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

মা হচ্ছেন প্রীতি জিনতা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ২০ জুন ২০২০

Ekushey Television Ltd.

খুব শিগিগিরিই নাকি অনুরাগীদের সুখবর দিতে চলেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। বলিউডে গুঞ্জন চলছে, প্রীতি মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং স্বামী জেন গুডএনাফও। বলিউড থেকে দূরে লস অ্যাঞ্জলসে এখন ঘোর সংসারী ‘লিরিল গার্ল’ অভিনয় দুনিয়াকে সাময়িক বিদায় জানিয়েছেন।

তবে সুযোগ পেলেও আর বলিউডে ফিরবেন না, এমনটাও কিন্তু নয়। সম্ভবত বলিউডে সেকেন্ড ইনিংস শুরু করলেও পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘বীর জারা’র জারাকে। 

প্রীতি মুম্বাই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয়, সংসার জীবন মিলে তিনি তৃপ্ত। তবে মা হওয়ার পরেই জীবন সম্পূর্ণ হবে। তিনি এবং জেন এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন বলেও জানান প্রীতি। বলিউড এবং অনুরাগীরা এই খবর প্রকাশ্যে আসার পরে দারুণ খুশি। 

প্রীতির  কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। তাঁর প্রথম হিন্দি ছবি মণি রত্নমের ছবি ‘দিল সে’। তালিকায় আরো রয়েছে, ‘সোলজার’, ‘ক্যায়া কহেনা’, ‘কাল হো না হো’, ‘কোয়ি মিল গ্যয়া’, ‘বীর জারা’র মতো অনেক ব্লকবাস্টার ছবি।

এসইউএ/এসি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি