ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মা হারালেন যশ দাশগুপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ৫ এপ্রিল ২০২২ | আপডেট: ২০:১৮, ৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

অভিনেতা যশ দাশগুপ্তের মা আর নেই। রবিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন জয়তী দাশগুপ্ত।

যশের জনসংযোগ কর্মকর্তার সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই অসুস্থ ছিলে‌ন তিনি। রবিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। যশ এবং তার পরিবারের এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত পরিসর বজায় রাখতে সাহায্য করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যশের জনসংযোগ কর্মকর্তা জানান, যশ কথা বলার মতো অবস্থায় নেই। তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। মায়ের ঘনিষ্ঠ ছিলেন অভিনেতা। যশ ছাড়া তার স্ত্রী অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানও মানসিক ভাবে বিধ্বস্ত। আচারবিধি পালনে সারাক্ষণ তার স্বামীর সঙ্গে রয়েছেন তিনি।

জয়তী দাশগুপ্ত অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই। হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু রবিবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর বাঁচানো যায়নি তাকে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি