ঢাকা, বৃহস্পতিবার   ২৮ আগস্ট ২০২৫

‘ড্রাগস নেন সালমান খান’, বিস্ফোরক দাবি বাবা রামদেবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

আগেও বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন বাবা রামদেব। এবার বলি তারকা সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগগুরু। শনিবার মাদক-বিরোধী একটি ক্যাম্পেনে গিয়ে দাবি করলেন, বলি তারকা সালমান খান মাদক নেন। তার মতে, “ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই মাদকাসক্ত।” এদিন নিজের বক্তব্যে শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলা প্রসঙ্গও টেনে আনেন রামদেব।

তার বিতর্কিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রামদেবের দাবি, চলচ্চিত্র জগত এবং রাজনীতির দুনিয়ায় মাদকের জাল বিস্তার করেছে। তার কথায়, “সালমান খান ড্রাগস নেন। আমির খানের বিষয়ে জানি না। তবে শাহরুখ খানের ছেলে মাদক মামলায় জড়িয়েছিলেন এবং জেলেও গিয়েছিলেন। আর অভিনেত্রীদের কথা কেবলমাত্র ঈশ্বরই জানেন।”

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি