ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শিনা চৌহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। জন সচেতনামূলক এই স্বল্পদৈর্ঘ্যটির নাম ‘রাবিশ’। সাগর পাড়ের ময়লা আবর্জনা পরিস্কারের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্যই তৈরি করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। ‘রাবিশ’ প্রযোজনা করছে হুমারা মুভি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে শিনা চৌহান বলেন, ‌‘আমরা সবাই একটি পরিষ্কার শহরে বসবাস করতে চাই। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মানসিকতা পরিবর্তন করতে চাই। আমরা এই বিষয়ে মানুষকে শিক্ষিত করতে চাই। সচেতনতা ছড়িয়ে দিতে চাই। গর্ব করতে পারি যে আমাদের দেশটি পরিষ্কার।’

রাবিশ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন ফ্রেজার স্কট। চলতি মাসে মুম্বাইয়ের ভারসোভা সমুদ্রসৈকত এলাকায় এটির শুটিং শেষ হয়েছে। পাঁচ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটি শিগগির প্রকাশ হওয়ার কথা রয়েছে।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আফরোজ শাহকে। যিনি মুম্বাইয়ের ভারসোবা বিচ পরিস্কারের কাজে নেমেছিলেন। স্বচ্ছতার এই অভিযানকেই সম্মান জানিয়ে জাতিসংঘের শীর্ষ পরিবেশ সম্মান আর্থ অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।

 

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি