ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

যৌন হয়রানির অভিযোগে চার্লি রোজকে বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

যৌন হয়রানির অভিযোগে মার্কিন টক শো সঞ্চালক চার্লি রোজকে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল বহিষ্কার করেছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে চার্লি রোজের বিরুদ্ধে ৮ নারীর অভিযোগের প্রতিবেদন প্রকাশিত হলে তাকে বহিষ্কার করা হয়।

রোজ (৭৫) আমেরিকার সবচেয়ে সম্মানিত ব্রডকাস্টারদের একজন। ১৯৯১ সালে তার প্রথম প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান সম্পর্কে তিনি গভীরভাবে সাক্ষাতকার গ্রহণের জন্য পরিচিত।

সিবিএস নিউজ বলেছে, এই অভিযোগ অত্যন্ত বিরক্তিকর এবং আমরা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। পিবিএস এবং ব্লুমবার্গও তাকে বহিষ্কার করেছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত ঘৃণ্য টেলিফোন কল এবং অবাঞ্ছিত ইঙ্গিত। দুই নারী অভিযোগ করেছেন, রোজ তাদের সামনে নগ্ন হয়েছেন।

রোজ এ ব্যাপারে ক্ষমা চেয়েছেন। তবে সব অভিযোগ সঠিক না বলে তিনি দাবি করেন।

টুইটারে একটি বিবৃতিতে তিনি বলেছেন, আমার অনুপযুক্ত আচরণের জন্য আমি গভীরভাবে ক্ষমা চাচ্ছি। এ ব্যাপারে আমি অত্যন্ত বিব্রত বোধ করছি।

হলিউডের মুগল হার্ভে উইনস্টাইনের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ আনার পর বিশ্বব্যাপী এই অভিযোগগুলি ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ভিকটিমদেরকে মেটো হ্যাশট্যাগের আওতায় যৌন হয়রানির গল্প ভাগ করার জন্য উৎসাহিত করা হয়।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি