ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অশ্লীল অঙ্গ-ভঙ্গির অভিযোগে পপ তারকা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৫৬, ২২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিউজিক ভিডিওতে অশ্লীল অঙ্গ-ভঙ্গির অভিযোগ উঠেছে মিশরের পপ তারকা শাইমার বিরুদ্ধে। আর এ কারণেই পর্নোগ্রাফির অভিযোগে তাকে গ্রেফতারও করেছে দেশটির পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিডিওটিতে দেখানো হয়েছে, একটা পুরুষ-ঠাসা ক্লাসরুমে তিনি নাচ করছেন। ক্লাসের বোর্ডে বড় করে লেখা রয়েছে ‘69’ এবং তিনি অন্তর্বাস পরে নাচতে নাচতে কখনও একটা কলা খাচ্ছেন, কখনও একটা আপেল চাটছেন। যার সবকিছু পর্নোগ্রাফির অনুষঙ্গ বহন করে।
ওই ভিডিও প্রকাশের পরপরই মিশরে সমালোচনার ঝড় উঠে। যদিও পরে দুঃখ প্রকাশ করেছেন শাইমা।
তবে প্রাথমিক ভাবে ২১ বছেরের এই তারকাকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সেই সঙ্গে মিশরের কোথাও তার অনুষ্ঠান করার ওপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়নি।  

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি