ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘লাগে বুকে লাগে’ গানে ইমরান-অন্বেষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ২৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২০, ২৬ নভেম্বর ২০১৭

ইমরান-নাদিয়া (ফাইল ফটো)

ইমরান-নাদিয়া (ফাইল ফটো)

Ekushey Television Ltd.

বাংলাদেশের ইমরান মাহমুদুল ও ভারতের অন্বেষা দত্ত একসঙ্গে গান করেছেন। ইতোমধ্যে গানটি নিয়ে বেশ মিডিয়া পাড়ায় আলোচনা চলছে। জুলফিকার রাসেলের লেখা ‘লাগে বুকে লাগে’ শিরোনামের এ গানের একটি ভিডিও তৈরি করা হয়েছে। সম্প্রতি ঢাকায় শেষ হয়ে গেল সেই ভিডিওর শুটিং।

এ গান প্রসঙ্গে ইমরান বলেন, অন্বেষা আমার পছন্দের একজন শিল্পী। তার কণ্ঠ অসাধারণ। গানটির ভিডিওতে দেখা যাবে এক দম্পতির কাহিনি।

শিল্পী অন্বেষাও ইমরানের গানের প্রশংসা করে বলেছেন, ইমরানের গান আমি শুনেছি। ‌‌লাগে বুকে লাগে গানটির সুর ও সংগীত তিনি খুবই ভালো করেছেন। গাওয়া ছাড়া গানের ভিডিওতে মডেলও হয়েছেন ইমরান। ইমরানের সঙ্গে মডেল হয়েছেন নাদিয়া।

ভিডিওটির পরিচালক শাহরিয়ার পলক জানান, শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ভিডিওটি। এই গানের সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি