ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অন্তরে তালা দিয়ে জ্বালা ধরালেন মমতাজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ২৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০৭, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বর্তমান সময়কে ধারণ করে নতুন গান গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। আর এ গানের মধ্যমে অন্তরে তালা দিয়ে জ্বালা ধরালেন এই ফোক সম্রাজ্ঞী।

‘এই অন্তরে দেই তালা, তোরে দেখলে বাড়ে জ্বালা’-এমনই কথায় নতুন গানটি শ্রোতাদের জন্য চমক বলে দাবি করলেন গীতিকার ও গানটির সুরকার এস কে সমীর। তিনি গানের কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন।

সমীর জানান, গানটি সম্পূর্ণ আধুনিক ও সমসাময়িক বিষয়ের উপর লেখা। বর্তমানে ছেলেমেয়েরা যেভাবে ইন্টারনেট এর ওপরে ঝুঁকে পড়ছে সেই বিষয়বস্তুর উপরেই গানের সুর ও কথা। সম্পূর্ণ আধুনিক ফোক এর সঙ্গে র‌্যাপ দিয়ে ফিউশন করার চেষ্টা করা হয়েছে। র‌্যাপ ভার্সনটির সুর, কথা ও কণ্ঠ দিয়েছেন সোহান বাবু।

একই সাথে প্রেমের ভাইরাস নামেও একটা গান গেয়েছেন মমতাজ।

সোমবার ‘এই অন্তরে’ গানটির লিরিক ভিডিও আকারে প্রকাশ করেছে এ্যাডবক্স।

এবিষয়ে শিল্পী মমতাজ বললেন, দুটি গানই আধুনিক ফোক। গানগুলোর সাথে কিছু অংশে থাকছে র‌্যাপ। অনেকটা হিপহপ ধাঁচের হবে গানগুলো। যা তরুণদের জন্য বেশ উপভোগ্য হবে, সমান ভাবে উপভোগ করবেন সব বয়সের শ্রোতারা।

 

‘এই অন্তরে’ গানটি শুনতে ক্লিক করুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি