ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জহির-সাগরিকার হানিমুনের ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ১৭ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৪৪, ১৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে এবং হানিমুনের পর্ব শেষ। এবার সামনে এসেছে সাবেক ভারতীয় পেসার জহির খান ও অভিনত্রী সাগরিকা ঘাটগে দম্পতি। তাদের বিয়ের খবর সবারই জানা। এবার প্রকাশ পেয়েছে জহির-সাগরিকা দম্পতির হানিমুনের ছবি।

কোহলিরা গেছেন বরফের দেশে। আর জহির-সাগরিকা মালদ্বীপে। দুজনে যে সুন্দর সময় কাটাচ্ছেন তা ভক্তদের সঙ্গে শেয়ার করতে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দম্পতিরা।

গত ২৩ নভেম্বর জাহির খানের সঙ্গে বিয়ে হয়েছে ‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত বলিউড ডিভা সাগরিকা ঘাটগের। হানিমুনে গিয়েও ভক্তদের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন দুজন। নিয়মিতই সোশ্যাল সাইটে আপডেট আসছে। ভক্তরাও হুমড়ি খেয়ে পড়ছেন। সাগরিকার পোস্ট করা ছবিগুলো ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

ছবিতে দেখা যায়- রাতের বাসরে মৃদু আলোয় সমুদ্রের বাতাসে ভেসে চলছেন দুজন। আবার লাক্সারি রিসর্টের বাইরে সাইক্লিংয়ে ব্যস্ত সাবেক ভারতীয় পেসার। হানিমুনে গিয়ে কিন্তু সেলফি তুলতেও ভোলেননি জাহির। নতুন বউয়ের সঙ্গে দারুণ পোজও দিয়েছেন। ‘সোনেভা ফুসি’ নামের এই রিসোর্টে ছুটি কাটাচ্ছেন নবদম্পতি।

অপরদিকে সাগরিকা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্যারাডাইস অন আর্থ’। এর অর্থ দাড়ায় ‘নিশ্চয়ই পরিস্কার...?’

সবগুলো ছবি দেখে মনে হলো- মালদ্বীপকেই পারফেক্ট হনিমুন ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন জাহির-সাগরিকা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি