ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

পাপড় বিক্রেতা হৃত্বিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২১ ফেব্রুয়ারি ২০১৮

এবার পাপড় বিক্রেতা হিসেবে দেখা গেলো হৃত্বিককে। ‘সুপার ৩০’একটি ছবি তাঁর ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। প্রিয় নায়ককে এমন লুকে দেখে অবাক তার ভক্তকুল। এলোমেলো চুল, মুখে দাড়ি, সাধারণ চেহারায় অসাধারণ এভার-গ্ল্যামারাস হৃত্বিক।

বিশ্বখ্যাত ভারতীয় গণিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে রূপদানকারী হৃত্বিককে এবার দেখা যাবে সাইকেল চালিয়ে ভারতের জয়পুরের রাস্তায় পাপড় বিক্রি করতে। একটি সাধারণ মানের শার্ট আর প্যাস্টেল প্যান্ট পরা হৃত্বিককে যেন চেনাই দায়। আর এই ছবিটা পোস্ট হতে না হতেই ভাইরাল হয়ে যায়। আর এতেও খুব সাধারণ চেহারায় উপস্থিত হয়েছেন এই গ্ল্যামার কিং।

বোঝাই যাচ্ছে সিনেমাটিতে নিজের চরিত্রটিকে বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপন করার সব চেষ্টাই করছেন এই বলিউড সুপারস্টার।

সিনেমাটি বিহারি গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনীভিত্তিক। যিনি একাধারে একজন শিক্ষক ও প্রাতঃস্মরণীয় গণিত বিশারদ। তিনি প্রতিবছর ৩০ জন মেধাবী ও গরিব ছাত্রকে বিনা পয়সার পাঠদান করে থাকেন। এ কাজটি তিনি গত ১৫ বছর ধরে করে আসছেন। তিনি ইতিমধ্যেই ৪৫০ জন শিক্ষার্থীকে ভারতের মর্যাদাপূর্ণ বিভিন্ন শিক্ষাকেন্দ্রে পাঠগ্রহণের জন্য নির্বাচিত করাতে সক্ষম হয়েছেন। যাদের মধ্যে ৩৯৬ জন গেছেন আইআইটিতে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া  

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি