ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

ঐশ্বরিয়া ও ডায়নাকে নিয়ে যা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৫, ২৮ এপ্রিল ২০১৮

 

ভারতের প্রাক্তন দুই বিশ্বসুন্দরী ডায়না হেডন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন বিপ্লব দেব। এর আগে মহাভারতের যুগেই ভারতে ইন্টারনেট আবিষ্কারের কথা বলে বিতর্কের ঝড়িয়েছিলেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গতকাল বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে কথা বলে তিনি এ বিতর্কে জড়ান।

এ সময় তিনি বলেন, ঐশ্বরিয়া রাই সুন্দরী খেতাব পেয়েছেন। সেটি ঠিক আছে। কারণ তিনি ভারতীয় নারীদের সৌন্দর্যের প্রতীক। কিন্তু ডায়না কিভাবে হলেন তা আমি বুঝতে পারছি না।

বিশ্বসুন্দরী কে হবেন তা আগে থেকেই ঠিক করা হয় উল্লেখ করে তিনি বলেন, বিশ্বসুন্দরী কে হবেন, আন্তর্জাতিক টেক্সটাইল মাফিয়ারাই তা ঠিক করেন। তাদের সৌজন্যেই ভারতে লাগাতার বিশ্বসুন্দরীর খেতাব আসে।

ভারতীয় নারীরা আগের দিনে প্রসাধনসামগ্রী ব্যবহার করতো না উল্লেখ করে তিনি বলেন, আগের নারীরা চুলে শ্যাম্পু দিতেন না। তারা মেথির পানি চুলে দিতেন এবং মাটি দিয়ে গোসল করতেন। কিন্তু নারীরা ইদানীং বেশি প্রসাধনসামগ্রী ব্যবহার করছেন। এটি অপ্রয়োজনীয়। 

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি