ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

দেবকে দুঃখ দিয়েছে মিমি, পাশে দাঁড়ালেন রুক্মিণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২ মে ২০১৮ | আপডেট: ১৬:০০, ২ মে ২০১৮

Ekushey Television Ltd.

টালিউড পাড়ায় তার বন্ধুদের তালিকা কম নয়। কিন্তু সত্যিকারের বন্ধুর খুব অভাব। চূড়ান্ত আক্ষেপের সঙ্গে জানালেন টালিউড সুপাস্টার দেব।

বুধবার সকালে মন খারাপের কথা লিখলেন তিনি। সেই সঙ্গে অভাস দিলেন তার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, তার সঙ্গে রুক্মিণী আছেন।
দুটি বেতের চেয়ারে একটাতে দেব এবং একটাতে বসে রুক্মিণী। দু’জনের এই সাদা কালো ছবিটি অভিনেতা আপলোড করেন টুইটারে।

পোস্টে লিখেছেন, ‘কিছু কিছু সময় যখন তোমার ক্ষমতার ওপর কেউ সন্দেহ করে মুখ ফিরিয়ে চলে যায়, তখন তোমার জীবনে দরকার পরে একজন সত্যিকারে বন্ধুর যে তোমার বিশ্বাস ভাঙবে না।’
অভিনেতার টুইট দেখে, নিন্দুকেরা বলছেন কোন ভালো বন্ধুর কাছে খুব বড় ধাক্কা খেয়েছেন দেব। এই বিষয়ে নাম উঠছে মিমির। শোনা যাচ্ছে, দেবের প্রযোজনা সংস্থার আগামীর সিনেমা ‘হইচই আনলিমিটেড’ থেকে মিমির সরে আসাটা ভালো চোখে দেখেননি তিনি। তাঁর সঙ্গে অভিনেত্রী বন্ধুত্ব বেশ অনেকদিন ধরেই। সেই বন্ধুত্বের খাতিরেই তাঁকে সিনেমাতে কাজ করার অফার দিয়েছিলেন। মিমির সম্মতি নিয়েই অ্যানাউন্সমেন্টও হয় ঘটা করে। সেই স্টেজ থেকে নায়িকার হঠাৎ এমন সিদ্ধান্ততে স্বাভাবিকভাবেই মন ভাঙে দেবের।
তবে এইসময় সত্যিকারের বন্ধু হিসাবে দেবের পাশে দাঁড়ায় রুক্মিণী। মিমির জায়গায় অভিনয় করবেন তিনি। সবই বোঝা গেল টুইটের মাধ্যমে।
আপাতত ‘হইচই’ টিম নিয়ে খুব শিগগিরি উজবেকিস্থান পাড়ি দেবেন দেব। সেখানেই চলবে পুরো সিনেমার শ্যুটিং। মিমির জায়গায় রুক্মিণী আসায় আলাদাভাবে কস্টিউম তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এর জেরে শ্যুটিং সেডিউলের বিশেষ পরিবর্তন হবে না। তা কিন্তু প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে এবছর পুঁজায় মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি