ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রাজ-শুভশ্রীর বিয়েতে সেজে উঠছে রাজবাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে লম্বা দালান। ঢুকলেই বিশাল সিঁড়ি, বড় বড় থাম, উঠানের চারিদিকে সারি সারি গাছ। বিশ মিনিট ধরে হাঁটলেও শেষ হবে না বারান্দা। বলছি বাওয়ালি রাজবাড়ির কথা। যেখানে ১১ মে বসবে টালিউডের রোমান্টিক জুটি রাজ-শুভশ্রীর বিয়ের আয়োজন।

রাজারাম মণ্ডল নামক হিজলির রাজার এক সেনাপতি, নিজের বীরত্ব প্রমাণ করে ভেট হিসেবে পান বজবজের পঞ্চাশ বিঘা জমি। যেখানে তিনি তৈরি করেন বিশাল এই রাজবাড়ি। নাম দেন বাওয়ালি।

পরবর্তীকালে মণ্ডল পরিবারের দারিদ্রতার কারণে বাড়িটি হাতছাড়া হয়। তার বহু বছর পর এই প্রকান্ড বাড়িটি সংস্করণ করে হেরিটেজ রিসোর্ট বানানো হয়। আড়াইশো বছরেরও পুরনো এই রাজবাড়িটি সুসজ্জিত হচ্ছে টালিউড জুটির বিয়ের জন্য।

রাজবাড়িটির প্রত্যেকটি ঘরে রয়েছে ইতিহাসের ছোঁয়া। সংস্করণ করা হলেও আসবাব এবং সাজসজ্জা রাখা হয়েছে বনেদি স্টাইলেই।

খাট, টেবিল, আলো সবেতেই রাজকীয় ভাব। বাড়িটির একটি অংশে রয়েছে পোড়ামাটির গোপীনাথ মন্দির, রাধামাধব মন্দির।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি