ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫

উত্তাপ ছড়াচ্ছে ‘মায়া টু’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৫ মে ২০১৮ | আপডেট: ০৯:২০, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

উত্তাপ ছড়াচ্ছে বিক্রম ভাট-এর ‘মায়া টু’। যেখানে লীনা জুমানি এবং প্রিয়াল গোর-এর ঘনিষ্ঠতা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিক্রম ভাট-এর নতুন ওয়েব সিরিজ ‘মায়া টু’-তে সমকামীদের সমস্যাকে তুলে ধরা হয়েছে। সেই ওয়েব সিরিজেই টেলি অভিনেত্রী লীনা জুমানিকে দেখা যাচ্ছে বেশ খোলামেলা পোশাকেই। এই ওয়েব সিরিজে সিম্মি এবং রুহি নামে দুই বান্ধবীর জীবনের গল্পকে তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী লীনা জুমানি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। এবার সেই টেলি অভিনেত্রীকে নিয়েই ওয়েব সিরিজে নিয়ে এলেন বলিউডের ভাট ক্যাম্পের এই সদস্য। আগামী ২০ এপ্রিল থেকে ইউটিউবে ‘মায়া টু’ দেখা যাবে বলে জানা যাচ্ছে।
বিক্রম ভাট-এর মেয়ে কৃষ্ণা ভাট-এর পরিচালনাতেই এবার সামনে আসছে ‘মায়া টু’। সম্প্রতি ওই ওয়েব সিরিজের একটি ক্লিপিংস শেয়ার করেন প্রিয়াল গোর। যা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি