ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

শ্বাস-প্রশ্বাস বাড়ায় হাসপাতালে বিপাশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বেশ কয়েকদিন ধরে অসুস্থ বিপাশা বসু। কিন্তু হঠাৎ করে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‍মুম্বাইয়ে হিন্দুজা হেলথকেয়ারে ভর্তি রয়েছেন বিপাশা। সেখানেই পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসক কিঞ্জল মোদীর তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন ‘অ্যালন’খ্যাত এই তারকা।

এদিকে, দীর্ঘদিন রূপালি পর্দার আড়ালে থাকার পর ‘আদাত’ নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা। এতে তার বিপরীতে অভিনয় করবেন তার স্বামী করণ সিং গ্রোভার। ২০১৫ সালে সর্বশেষ ‘অ্যালন’-এ জুটি বেঁধেছিলেন তারা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি