ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পূজার জন্মদিন কী উপহার দিলেন জাজের কর্ণধার?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকায় সিনেমার নবাগত নায়িকা পূজা চেরির জন্মদিন ছিল গতকাল। পুজার জন্মদিন বিশেষভাবেই উদযাপন করেছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।

গতকাল সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে কেক কেটে উদযাপন করা হয় এই নায়িকার জন্মদিনের অনুষ্ঠান। এই সময় জাজের প্রযোজিত পূজা অভিনীত পরবর্তী চলচ্চিত্র মুক্তির তারিখও ঘোষণা করা হয়।

পূজা এখনও মাত্র দশম শ্রেণির ছাত্রী। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন তিনি। ওই পরীক্ষায় পূজা যদি ভালো রেজাল্ট করেন তাহলে তার জন্য রয়েছে বড় উপহার।

কেক কাটার সময় আবদুল আজিজ পূজাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন পূজা তোমার রেজাল্ট কেমন হবে? 

উত্তরে পূজা বলেন,আমি সময় পেলে পড়ালেখা করি। মুঠোফোনে পাঠ্যবই এর ছবি তুলে রাখি। বাইরে থাকলেও ফ্রি টাইমে পড়ি। আশা আছে, অবশ্যই ভালো রেজাল্ট করবো।’

পূজার এমন উত্তরের পরই জাজের কর্ণধার বলেন, ‘পূজা যদি ভালো রেজাল্ট করে তাহলে তাকে একটি গাড়ি উপহার দেওয়া হবে। অবশ্যই ভালো গাড়িই দেওয়া হবে। ওই সময়ে যেটা লেটেস্ট মডেল থাকবে সেটিই সে পাবে।

উল্লেখ্য, ২০১২ সালে জাজের প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন পূজা চেরি। তার কয়েক বছর পর জাজের ‘নূর জাহান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন পূজা। এরপর তিনি ‘পোড়ামন ২’ ছবিতেও কাজ করেন। নায়িকা হিসেব দুটি ছবি মুক্তি পাওয়ার পরই তারকা বনে যান পূজা।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি