ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আজ মীর সাব্বিরের ‘বাপ বেটার বিয়ে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রতিবারের মত এবারের ঈদের বিশেষ নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। এর মধ্যে একটি ভালো গল্পের নাটক ‘বাপ বেটার বিয়ে’। এটি পরিচালনাও করেছেন মীর সাব্বির নিজেই। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অহনা, সাঈদ বাবু প্রমুখ।
মীর সাব্বির জানান, ‘প্রতি ঈদেই ব্যতিক্রমী কিছু কাজ উপহার দেয়ার চেষ্টা করি। এবারেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। ‘বাপ বেটার বিয়ে’ মূলত একটি আঞ্চলিক ভাষার নাটক। হাসি আছে, কান্না আছে। জীবনের নানা বোধও এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের কাছে দারুণ উপভোগ্য হবে।’
গাজী টিভিতে নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ১১টায়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি