ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

চয়নিকার ঈদের নাটক ‘মোটরসাইকেল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মনস্তাত্ত্বিক শ্রেণীবৈষম্য নিয়ে ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘মোটরসাইকেল’। এজাজ মুন্নার রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। মূলত নিম্নবিত্ত পরিবারের স্বপ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে মোটরসাইকেল নাটকের প্রেক্ষাপট।

আপাতদৃষ্টে দু’জন মানুষের চাওয়া-পাওয়া, দুঃখ-হতাশার গল্প হলেও এটি আসলে বিশাল এক জনগোষ্ঠীর গল্প। যার প্রকাশ ঘটে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে এবং টাইপিস্ট বাবাকে কেন্দ্র করে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শহিদুজ্জামান সেলিম, জোভান, স্নিগ্ধা মমিন প্রমুখ।

নাটকটি আজ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি