ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

গান গেয়ে চমকে দিবেন অপূর্ব-মম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুখ অপূর্ব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জাকিয়া বারী মম। একার তারা দর্শকদের আনন্দ দিতে হাজির হয়েছেন এশিয়ান টিভির ঈদ আয়োজনে। নাটকে জুটি হিসেবে বহুবার দেখা গেছে তাদের। তবে এবার ‘সেলিব্রেটি ক্যাফে’ অনুষ্ঠানে অপূর্ব ও মম দুজনেই মুখোমুখি হয়েছিলেন মজার সব আয়োজনের। অনুষ্ঠানে ঝটপট প্রশ্নের উত্তর দিয়েছেন তারা।

মজার ব্যাপার হলো এই অনুষ্ঠানে গান গেয়ে সবাইবে চমকে দিয়েছেন দুই তারকা। জমিয়ে আড্ডা দিয়েছেন। এছাড়া অপূর্ব ও মম তাদের ঈদের নাটকগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন। জানিয়েছেন নিজেদের ভালো লাগার কাজের কথাগুলো।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর, প্রযোজনা করেছেন তানভীর তন্ময়। অপূর্ব-মম’র বিশেষ এ পর্বটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন আজ শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি