ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

এক ছাদের নিচে রাজ-শুভশ্রী-মিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজ-শুভশ্রীর সঙ্গে আবারও যুক্ত হলো মিমির নাম। একই শুটিং স্পটে ধরা দিলেন তিনজন। আর এটি নিয়ে টালিপাড়ার আরও একবার কৌতূহল সৃষ্টি হয়েছে।
বিয়ের আগে রাজ-শুভশ্রী-মিমির ত্রিকোণ সম্পর্কের গল্পে মজেছিলেন বাঙালি সিনেপ্রেমীরা। শুভশ্রীর সঙ্গে সম্পর্কে ইতি টানার পর ফের জোড়া লাগে। আর সেই শোকে নাকি হতাশায় ডুবেছিলেন মিমি। শেষমেশ একপ্রকার চুপিসারেই শুভশ্রীর সঙ্গে বিয়েটা সেরে ফেলেন রাজ। হানিমুন থেকে ফিরে আবার কাজে যোগ দিয়েছে তারকা জুটি।

জানা গেছে, রাজ চক্রবর্তীর পরিচালনাতে একটি বিজ্ঞাপনের শুটিং চলছিল। যেখানে হাজির ছিলেন শুভশ্রী। পূজার জন্য তৈরি হচ্ছে এই বিশেষ বিজ্ঞাপন। যেখানে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে নাচবেন বাংলার বিভিন্ন ক্ষেত্রের তারকারা। সেখানে শুটিংয়ের জন্য উপস্থিত হয়েছিলেন মিমি চক্রবর্তীও। একই ছাদের নিচে শুটিং করলেও মিমির শট নেওয়ার সময় আশেপাশে দেখা যায়নি রাজকে। পুরনো কাসুন্দি ঘাঁটার হয়তো ইচ্ছে ছিল না মিমি বা রাজের। অথবা নববধূর মন রাখতেই এমন সিদ্ধান্ত রাজের। কারণ যাই হোক, এক ছাদের নিচে থেকেও মিমি-রাজ দূরে দূরেই থাকলেন।
সূত্র : সংবাদ প্রতিদিন

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি