ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

জোভান-নাবিলার ‘যে গল্পের শেষ নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

‘সুমন আর মোহনা একে অপরকে ভালোবাসে। সুমন ব্যবসার কাজে নেপালে আসে। নেপালে গিয়ে তারা একটা হোটেলে দুটি রুম নিয়ে ওঠে। এতে সুমন কিছুটা মনক্ষুন্ন হলেও মোহনার কারণে সে কিছু বলে না। কারণ মোহনার জন্যই সুমন আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নেপালে আসার পর সুমন আর মোহনার মাঝে বিভিন্ন ঘটনা থাকে, যা সুমনকে বিস্মিত করে। কারণ যে সব ঘটনা সুমনের সঙ্গে ঘটেছে, তা তার ঘটে যাওয়া অতীতের ঘটনা।’

এমনই নানা ঘটনার পরিক্রমায় ঘটতে থাকে ঈদের বিশেষ নাটক ‘যে গল্পের শেষ নেই’। নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম ও পরিচালনা করেছেন দীপু হাজরা। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফারহান আহমেদ জোভান, নাবিলা ইসলাম, মনোজ কুমার প্রামাণিক, আজমেরী আশা, আসিফ নজরুল প্রমুখ।

বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান।  

ঈদ অনুষ্ঠানমালায় সপ্তম দিন মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি