ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

বোরকা পরে ‘ক্যাপ্টেন খান’ দেখতে হলে বুবলি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ২৯ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:৫১, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এবারের ঈদুল আজহায় প্রায় দেড় শতাধিক হলে মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত `ক্যাপ্টেন খান` ছবিটি। ঢালিউডের আলোচিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী।   

নানা কারণে মুক্তি পাওয়ার পরপরই ছবিটি দেখার সুযোগ হয়নি বুবলির। অবশেষে গতকাল মঙ্গলবার চম্পাকলি হলে গিয়ে ছবিটি দেখেছেন বুবলি।    

ছবিটি দেখার পর বুবলি বলেন, বোরকা পরে চম্পাকলি হলে গিয়েছিলাম। ভাইকে সঙ্গে নিয়ে দর্শকসারিতে বসে ছবিটি দেখেছি।

ছবি দেখার চেয়ে বেশি খেয়াল করেছি আশেপাশের দর্শকরা কে কী বলে। নিজের ছবি বলে বলছি না, তারা খুব প্রশংসা করেছেন।   

ছবিটিতে শাকিব-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান।   

এমএইচ/এসি      

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি