ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘অন্দরমহল’ থেকে সরে যাচ্ছেন কনীনিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে আর ‘অন্দরমহল’-এ দেখা যাবে না। কিছু দিনের মধ্যেই বিদায় নিচ্ছেন তিনি। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি নিজের জীবন নিয়ে খোলামেলা আলোচনা করলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে অভিনেত্রী জানান, তার শরীর খারাপ। চিকিৎসক তাকে বিশ্রাম নেওয়ার কথা বলেছেন। সেই কারণেই ‘অন্দরমহল’ থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তিনি। তবে এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কনীনিকা।
পাশাপাশি তিনি আরও বলেন, তিনি অন্তঃস্বত্তা নন। এই মুহূর্তে তেমন কোনও পরিকল্পনাও নেই। পুরোটাই গুজব। তবে চিকিৎসক যা বলবেন, সেই অনুযায়ী সব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কনীনিকা।

পাশাপাশি কনীনিকা বলেন, ‘অন্দরমহল’ ছাড়ার কোনও ইচ্ছে তার নেই। কিন্তু সবার আগে তো শরীর। তাই শরীর খারাপ নিয়ে তিনি বেশিদিন আর ‘অন্দরমহলের’ সঙ্গে হয়তো জুড়ে থাকতে পারবেন না।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি