ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

শাকিবে আগ্রহ পূজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউড মানেই শাকিব খানের রাজত্ব। তার সিনেমা মুক্তি হওয়া মানেই হিট। আর এ জন্যই তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য মুখিয়ে থাকেন প্রায় সব নায়িকা। সেই তালিকায় বাদ নেই প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরীও। 

দেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রসঙ্গে এ নায়িকার বক্তব্য, ‘শাকিব ভাইয়া আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় এবং গুণী একজন অভিনেতা। তার সঙ্গে অবশ্যই আমার কাজের ইচ্ছে আছে। কারণ, তিনি এতবছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার দ্বারাই এতো ভালো করা সম্ভব হয়েছে।’

শাকিব খানের সঙ্গে কাজের ইচ্ছে প্রসঙ্গে পূজা বলেন, তার (শাকিব খান) অভিনয় আমার খুব ভালো লাগে। তার ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’সহ অনেক সিনেমা দেখা হয়েছে। যদি পরিচালক-প্রযোজক তার বিপরীতে আমাকে কাজের সুযোগ দেন, আমি অবশ্যই কাজ করবো।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি