ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

সালমান শাহ’র ৪৭তম জন্ম উত্সব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সালমান শাহ। নামটির সঙ্গে মিশে আছে কোটি ভক্তের আবেগ ও ভালোবাসা। তিনি নেই কিন্তু রয়েগেছে তার অসংখ্য ভক্তকুল। আগামী ১৯ সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান শাহ’র ৪৭তম জন্মদিন।

জন্মবার্ষিকী উপলক্ষে সালমান শাহ উৎসব এবং তারকা মেলা ২০১৮-এর উদ্যোগ নিয়েছে সালমান শাহ স্মৃতি পরিষদ। নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সংগঠন সালমান শাহ স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারো সালমান শাহ’র জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি চত্ত্বরে আলোচনা সভা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সালমান শাহ উৎসবে দেশের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক, প্রযোজকসহ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। চলচ্চিত্র টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকাশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এ উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী এসএম শফি জানান, সালমান শাহ’র জন্মবার্ষিকী উদযাপনের জন্য চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্য, বিনোদন সাংবাদিকসহ মিডিয়ার বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি