ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শেষ হচ্ছে ‘কুসুম দোলা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা ঋষি কৌশিককে গত দু’বছর ‘রণ’ নামেই চিনতেন ভরতীয় বাংলা টেলিভিশনের দর্শক। দীর্ঘ দুই বছর জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুসুম দোলা’ দর্শকদের মনোরঞ্জন করার পর আজ রবিবার শেষ হতে চলেছে।

গত বৃহস্পতিবার ‘কুসুম দোলা’র শেষ শুটিং করেছেন অভিনেতা ঋষি কৌশিক। শুক্রবার সকাল থেকেই ছুটির মেজাজে তিনি। ঋষির কথায়, ‘এবার ছুটি। বাইক ট্রিপে বেরিয়ে পড়ব। এবার অসম পর্যন্ত যাওয়ার ইচ্ছে রয়েছে।’ বাইকে চড়ে দীর্ঘ পথ পেরনো ঋষির নেশা। এবার তাতেই মন দিতে চান তিনি।
এই মুহূর্তে আর কোনও মেগায় চুক্তিবদ্ধ হননি ঋষি। আসন্ন পূজার জন্য কিছু ছোট ছোট কাজ করছেন। তবে কয়েক মাস ছুটি কাটানোর পর আবারও মেগায় ফেরার ইচ্ছে রয়েছে তার। সপরিবারে দক্ষিণ ভারতও বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ দু’বছর ‘কুসুম দোলা’ টিমের সঙ্গে জড়িয়ে ছিলেন। শুটিং শেষ। ঋষি বললেন, ‘এই হাউজের সঙ্গেই আগের কাজ অর্থাৎ ‘ইষ্টি কুটুম’ করেছিলাম। চার বছর দু’মাস চলেছিল ওটা। ফলে ‘কুসুম দোলা’তেও আমার অনেকেই পরিচিত ছিলেন। ইটস্ আ ওয়ান্ডারফুল জার্নি। শেষ শুটিং এর দিন আমি সেটটা দেখে ভাবছিলাম এখানে কী ভাবে দু’বছর কেটে গেল, বুঝতেই পারলাম না।’
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি