ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

‘আমার ও শুভ ভাইয়ের বাইরেও চমক আছে’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ছোট পর্দার পরিচালক গোলাম সোহরাব দোদুল এবার বড় পর্দায় নিয়ে আসছেন ‘সাপলুডু’ নামে চলচ্চিত্র। সিনেমাটির চিত্রনাট্যও তৈরি করেছেন দুদুল। ছবিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন তারা। এর আগে ‘তারকাঁটা’ ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন।   

নতুন ছবি প্রসঙ্গে মিম বলেন, বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে আমি অভিনয় করবো। এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। আর দোদুল ভাই অনেক ভালো একজন নির্মাতা। উনার পরিচালনায় ক্যারিয়ারের শুরুতে নাটকে কাজ করেছিলাম। বেশ ভালো একজন মানুষও তিনি। আমার বিশ্বাস, দর্শক এ কাজটি পছন্দ করবেন। আর আমার এবং শুভ ভাইয়ের বাইরে ছবিতে আরো চমক থাকছে। তা বলতে চাই না। আসছে অক্টোবর মাসে এ ছবির শুটিং শুরু হবে।

জানা যায়, এ ছবির গল্পে থাকবে নানা চমক। আবার ছবিতে থাকবে একঝাঁক অভিনয় শিল্পী। বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েই ছবির গল্প। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে।  

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি