ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

এবার বাপ্পী-সাইমনের নায়িকা অধরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন নায়ক বাপ্পী চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান। কয়েক দিনের মধ্যে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক। একই পরিচালকের পরবর্তী চলচ্চিত্র ‘ড্রিমগার্ল’ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন অধরা খান। নায়ক হিসেবে থাকবেন দুজন। আর এই দুই চরিত্রে থাকতে পারেন বাপ্পী ও সাইমন বলে জানিয়েছেন পরিচালক।

ইস্পাহানি আরিফ জাহান জানান, বাপ্পী ও সাইমনের সঙ্গে আমরা গল্প নিয়ে বসব। এরই মধ্যে তাদের সঙ্গে আমাদের মৌখিকভাবে কাজের বিষয়ে কথা হয়েছে। আশা করি, চলতি মাসেই ‘ড্রিমগার্ল’ ছবিতে অধরার বিপরীতে কে কে থাকছেন, তা ঘোষণা দিতে পারব।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি