ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

লভ ডেতে কার সঙ্গে সময় কাটাচ্ছেন মোনালিসা? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ছুটির দিন। কিছুটা রয়েছে আলসেমিও। এমন দিনেই পুরনো বন্ধুর কথা মনে পড়ল অভিনেত্রী মোনালিসার।

মোনালিসাকে নিশ্চয়ই মনে আছে? ঠিক ধরেছেন। ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজনে ‘ঝুমা’ বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকদের কাছে জনপ্রিয়ও হয়েছিলেন। সেই মোনালিসা এক বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখলেন, ‘লভ ডে...’। কে এই বন্ধু?

বন্ধু অর্থাত্ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। টলিউডে কয়েকটি ছবিতে অভিনয় করার পর পূজা মুম্বইতে চলে যান। সেখানে টেলিভিশনে পর পর কাজ করেন তিনি। দীর্ঘ দিন পর ফের বাংলায় ফিরছেন পূজা। সৌজন্যে তাঁর নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’। এই ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

মোনালিসার ভাল বন্ধু পূজা। নিজেদের পুরনো একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। হ্যাশট্যাগ দিয়ে ক্যাপশনে সানডে ফানডে, সানডে মোটিভেশন, লভ ডে, থ্রো ব্যাক লিখেছেন মোনালিসা। 

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি