ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

আসছে ‘নাকাব’ যাচ্ছে ‘পাষাণ’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘নাকাব’। আমদানি প্রক্রিয়ার মাধ্যমেই ছবিটি এ দেশে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন রাজিব বিশ্বাস। আর এ ছবির বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে বিদ্যা সিনহা মিম অভিনীত বাংলাদেশের ছবি ‘পাষাণ’। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।   

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, সাফটা চুক্তির আওতায় আগামী ১৪ সেপ্টেম্বর ‘নাকাব’ দুই দেশে একসঙ্গে মুক্তির সম্ভাবনা রয়েছে। ৭ সেপ্টেম্বর আমদানির পর ১০ অথবা ১১ সেপ্টেম্বর ছবিটি সেন্সরে জমা দেওয়া হবে।

এরই মধ্যে ‘নাকাব’ ছবির পোস্টারের ফার্স্ট লুক, ট্রেলার ও গান এসভিএফের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি শুরু হচ্ছে ‘পাষাণ’ ছবির প্রচারণা। ২৮ জুলাই রাতে ‘নাকাব’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।

‘পাষাণ’ সিনেমাটি গত মার্চ মাসে বাংলাদেশের ১০৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এতে মিমের সহশিল্পী কলকাতার ওম। ছবিটির প্রযোজনা করে জাজ মাল্টিমিডিয়া।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি