ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মিমের সঙ্গে কথা বলুন সরাসরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এবার ভক্তদের সঙ্গে কথা বলবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ভক্তরা ফোনে তার সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি।

এ বিষয়ে মিম বলেন, ‘আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই আমার সঙ্গে কথা বলতে পারবেন দর্শক-শ্রোতারা। আর এভাবে কথা বলার এই সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।’

১৬ সেপ্টেম্বর রাত ৮টায় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন মিম।

উল্লেখ্য, অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ২০০৮ সালে প্রয়াত হুমায়ুন আহমেদ এর পরিচালনায় ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘আমার প্রানের প্রিয়া’, ‘পদ্ম পাতার জল’, ‘ব্ল্যাক’, ‘আমি তোমার হতে চাই’, ‘সুইটহার্ট’, ‘আমি নেতা হবো’, ‘সুলতান’সহ এ পর্যন্ত বেশকিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি