ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

চলে গেলেন কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ১৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:১৪, ১৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন আর নেই। ব্যাংককের একটি হাসপাতালে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার বড় সন্তান সাজ্জাদ হোসেন দোদুল বিষয়টি নিশ্চিত করেন।              

সাজ্জাদ হোসেন দোদুল গণমাধ্যমকে বলেন, তাকে কখন দেশে আনা হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। আলোচনা চলছে।      

আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর সকালে আদাবরের বাসায় ব্রেন স্ট্রোক করলে তাকে দ্রুত ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি হাসপাতালের আইসিইউ বিভাগের লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন। আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ৪২ লাখ টাকা প্রদান করেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা গেছেন তিনি।    

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তার মৃত্যুতে চলচ্চিত্রসহ শোবিজের নানা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি