ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

কিছুটা উন্নতির দিকে টেলি সামাদের শারীরিক অবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। গত ১৯ ডিসেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। সেসময় শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তবে বর্তমানে টেলি সামাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে তাকে।

এ বিষয়ে টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী বলেন, ‘বাবা আগের চেয়ে ভালো আছেন। তবে খুব বেশি ভালো তা বলা যাবে না। রক্তে হিমোগ্লোবিন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আবার যে বেড়ে যাবে না সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রতিদিন বিভিন্ন রকম টেস্ট করা হচ্ছে।’

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য টেলি সামাদকে বিদেশে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আপাতত  পরিবারের নেই। গত ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে টেলি সামাদের শরীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন। সেসময় তিনি তাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে জানাতে বলেছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি