ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

হাসপাতালে ভর্তি গাজী মাজহারুল আনোয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, পরিবেশক এবং একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে দিঠি আনোয়ার।

গতকাল শনিবার নিজের বাসাতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
ইউনাইটেড হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘চেকআপ না করা পর্যন্ত এখনই তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।’
প্রসঙ্গত, বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ গানের মধ্যে ৩টি গান গাজী মাজহারুল আনোয়ারের লেখা। তার লেখা উল্লেখযোগ্য গান হলো ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘জন্ম আমার ধন্য হল’ প্রভৃতি।
গাজী মাজহারুল আনোয়ার স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। চলচ্চিত্রে নানা ভূমিকার জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি