ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

তারকাদের সঙ্গে ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ১৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:২৫, ১৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

এক ঝাঁক তারকা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ সোমবার দুপুরে বনানীর নতুন বিআরটিএ ভবনে তারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।       
   
এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আহসান হাবিব নাসিম, আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মীর সাব্বির, শমী কায়সার, আফসানা মিমি, সুইটি, মাহফুজ আহমেদ, বন্যা মির্জা, শাহরিয়ার নাজিম জয়, শামীমা তুষ্টি প্রমুখ।  



সাক্ষাতের বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ জন্য আমরা তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।       

তিনি বলেন, ১৯৯৬ সালে তিনি সংস্কৃতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। সে কারণে তার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আগে থেকেই রয়েছে। বর্তমান সময়ে শিল্পীরা অনেক ধরনের সমস্যায় আছে সেসব বিষয়ে আমরা তাকে অবহিত করেছি।  

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি