ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

ফের বিজ্ঞাপনে অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ১৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউডের এক সময়ের ব্যস্ত এই নায়িকাকে ইদানিং সিনেমায় দেখা যাচ্ছে না। নানাবিধ করণে এই অঙ্গন থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন তিনি। তবে সব বাধা কাটিয়ে ভক্তদের জন্য আবারও ফিরেছেন রঙিন পর্দার রঙিন আলোতে। বেশ কয়েকটি সিনেমা তার মুক্তি অপেক্ষায় রয়েছে। এবার অপু নতুন খবর দিলেন। ফের বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। তাকে দেখা যাবে ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনে। এটি নির্মাণ করছেন আকাশ আমিন।
এরই মধ্যে বিএফডিসির ১ নম্বর শুটিং ফ্লোরে এই বিজ্ঞাপনের দৃশ্যধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সর্বশেষ চিত্রনায়ক রিয়াজের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছি। তাও প্রায় দুই বছরের কাছাকাছি। এবার রিচ কেমিক্যালের পণ্য সুন্দরী নারিকেল তেলের বিজ্ঞাপনে কাজ করছি। আশা করি, দর্শকদের কাছে এটি ভালো লাগবে।’
নির্মাতা আকাশ আমিন জানান, এটি আন্তর্জাতিক মানের একটি বিজ্ঞাপন হবে। চলতি মাসেই এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।
গ্ল্যামারস ও জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনটির চিত্রনাট্য করছেন আজিসা রহমান ইতি।
এর আগে, ২০১৭ সালে অপু বিশ্বাস ও রিয়াজ অংশ নেন নাভানা গ্রুপের পণ্যের একটি বিজ্ঞাপনে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি