ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

‘বিউটি সার্কাস’র প্রথম ঝলকেই জয়ার চমক 

প্রকাশিত : ১৫:০০, ১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

এর আগে এমন চরিত্রে তাকে দেখা যায়নি। তবে তিনি যে জাত অভিনেত্রী তা প্রমাণ হয়েছে বহুবার। এবার নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’-এ আবারও অভিনেত্রী জয়া প্রমাণ করলেন তার বহুরূপী প্রতিভা।

প্রথমবারের মতো সার্কাস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। তবে নানা কারণে এর শুটিং মাঝপথে বন্ধ হয়ে যায়। তবে সুখবর হলো, অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

নির্মাতা মাহমুদ দিদার সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সিনেমার টিজারও প্রকাশ পেয়েছে। টিজারটি সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজ ছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ফেসবুক পেজে প্রকাশ হয়েছে।

এক মিনিট ১৫ সেকেন্ডের টিজারে জয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়। সার্কাসের প্যাডেলে জয়া ছিলেন জমকালো।

টিজারের লিংক অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘শিগগির সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে বিউটি সার্কাস।’

এ বিষয়ে নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বাজেট স্বল্পতার কারণে শুটিং শেষ করতে আমাদের দেরি হয়েছে।’

প্রসঙ্গত, নওগাঁ ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দি ওয়াদুদ, এ বি এম সুমন প্রমুখ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি