ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

শুভ’র বিপরীতে বড় পর্দায় ঐশী

প্রকাশিত : ১০:০২, ১৩ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৫১, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ খেতাব জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। এবার বড় পর্দার নায়িকা হতে যাচ্ছেন তিনি। তাও আবার চিত্রনায়ক আরেফিন শুভ’র বিপরীতে।

সম্প্রতি ‘মিশন এক্সট্রিম’ সিনেমার অন্যতম একটি প্রধান চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঐশী। সিনেমাটি মূলত একটি পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী। যা সম্পূর্ণরূপে দেশীয় পটভূমির উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির কাহিনী লিখেছেন সানী সানোয়ার। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার।

সিনেমার গল্প প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, ‘সিনেমার গল্পের একটি অংশের সঙ্গে অপর একটি অংশের গল্পকে সমান্তরালভাবে বহন করে নিয়ে যাওয়ার জন্য ঐশীর মত একজন নতুন অভিনেত্রী প্রয়োজন ছিল। সেই বিচারে ঐশীকে কাস্ট করা হয়েছে। আমার বিশ্বাস সে তার সর্বোচ্চ মেধা ও মননের মাধ্যমে দর্শক হৃদয় জয় করে নিবে।’

ফয়সাল আহমেদ বলেন, ‘আমি বিশ্বাস করি ঐশীর আগমনের মাধ্যমে ঢালিউড একজন কর্মঠ এবং পেশাদার নায়িকা পেতে যাচ্ছে।’

প্রথম কোনও সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে ঐশী বলেন, ‘আমি ভালো একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলাম। ‘মিশন এক্সট্রিম’র মধ্য দিয়ে আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমাকে সিনেমাটিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য কপ ক্রিয়েশন, সানী সানোয়ার ভাই ও ফয়সাল আহমেদ ভাইয়ে অনেক ধন্যবাদ।’

এই সিনেমাতে আরিফিন শুভ, ঐশী ছাড়াও আছেন ঢাকা অ্যাটাক খ্যাত তাসকিন রহমান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি